Here are the complete lyrics of the song "EI SHOHOR" by Barney Sku, including background, meaning, and song info.
EI SHOHOR by Barney Sku Chorus বড় হয়েছি এই শহরে রাত দিন জেগে ভাবি একবার যদি আমি চলে যাই খুলে যাবে স্মৃতি যা সব আছে আমার ঠিকানায় বলো আমায় কেন তার কোনো খবর নেই প্রথম প্রেম, প্রথম রাগ প্রথম heartbreak বলোনা কত দিন কত রাত হলো তোমার খোঁজ নেই Verse 1 চারিপাশে আছে যা আমার মনের কিনারায় থেকে যাবে চিরকাল লাগে স্বপ্নে আছি আমি স্বপ্ন দেখেছি আমি এই শহরে কতবার কেঁদেছি আমি এই শহরে সময় উড়ে যায় এই পৃথিবীতে আমি কারো নই যদি পড়ে যাই তুলি নিজেকে যতবার পড়ি শিখি নিজেকে Verse 2 Met so many people but I know so little Keep my circle tight, all my bhais and brothers I bet they know me well and I got their back They my day 1s so I keep 'em close to me Chorus বড় হয়েছি এই শহরে রাত দিন জেগে ভাবি একবার যদি আমি চলে যাই খুলে যাবে স্মৃতি যা সব আছে আমার ঠিকানায় বলো আমায় কেন তার কোনো খবর নেই প্রথম প্রেম, প্রথম রাগ প্রথম heartbreak বলোনা কত দিন কত রাত হলো তোমার খোঁজ নেই চারিপাশে আছে যা আমার মনের কিনারায় থেকে যাবে চিরকাল লাগে স্বপ্নে আছি আমি Outro এই শহরের আলো, অন্ধকার সব কিছুতেই আমি একবার ছিলাম এখন শুধু স্মৃতির পাতায়
The song "EI SHOHOR" by Barney Sku is often interpreted as a reflection on emotional struggles, inner pain, and raw self-expression. The lyrics dive into personal feelings and vulnerability.
Barney Sku is an emerging artist known for emotional and expressive music, often categorized under underground hip-hop or pop.
You can stream the song on platforms such as Spotify, YouTube, SoundCloud, and Apple Music.
There may be unofficial uploads on YouTube, but Barney Sku has not released an official music video at the time of writing.